এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা, ব্রিফ কিছুক্ষণ পর

০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ AM
এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা

এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে পুলিশ ব্যারিকেড বসানো দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

এ দিকে এদিন দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করবেন, দলীয় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে কথা বলবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়। হাসপাতালের আশপাশে পুলিশের উপস্থিতি রয়েছে যাতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায় এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা যায়।

এর আগে, সোমবার রাতেই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া: এক হার না মানা জীবনের প্রতিচ্ছবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে না ফেরার দেশে চতুর্থ শ্র…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫