সড়ক দুর্ঘটনায় এনসিপির জেলা আহ্বায়কের মেয়ের মৃত্যু

০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের শিশুকন্যা আয়রা মনি নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড় জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা শহরের বিসিক সংলগ্ন নিজ বাসার পাশের ড্রামে ময়লা ফেলতে যান। এ সময় তার অজান্তে শিশু আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে যায়। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সেগুলো সনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আয়রা মনি মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

শুক্রবার রাত ৮টার দিকে দমদমা কালীগঞ্জ এলাকায় প্রকৌশলী লিখনের শ্বশুরবাড়িতে প্রথম জানাজা এবং রাত ১০টার দিকে আন্ধারিয়া সুতিরপাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫