কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি ভাগাভাগি করেছেন, প্রশ্ন রাশেদের

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ AM
রাশেদ খান

রাশেদ খান © সংগৃহীত

কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি ভাগাভাগি করেছেন—রাজনৈতিক দলগুলোর প্রতি এমন প্রশ্ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। সোমবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রশ্ন তোলেন।

রবিবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি-জামায়াত উভয় দলের নেতাকর্মীদের ভুল আছে। ভুল থাকা স্বাভাবিক। কিন্তু আজকে ডাকসুর প্যাডে নির্দিষ্ট কোন দলকে সংস্কারবিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান। আজ বিএনপি করেছে, কাল জামায়াতও কোনো অপরাধ করতে পারে।’

তিনি আরও লেখেন, ‘ডাকসু যদি সত্যিই সার্বজনীন প্লাটফর্ম হতে চায়, তবে জানতে চায়—জামায়াতের কয়টা সমালোচনা ডাকসু করেছে? কে কোন পদে আছে, কোন আদর্শের, সেটি ভুলে গিয়ে গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। নতুবা একপাক্ষিক ও এককেন্দ্রিক লেজুড়বৃত্তির কারণে দ্বন্দ্ব-সংঘর্ষ সৃষ্টি হলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’

বিএনপি-জামায়াতের সংস্কার প্রসঙ্গে রাশেদ বলেন, ‘বিএনপিসহ প্রায় ৪৩টি দল শেখ হাসিনার আমলে সংস্কারের ৩১ দফা দিয়েছে, তখন কিন্তু জামায়াতের কোনো সংস্কারের দফা ছিল না। আমি ধরেই নিলাম ৩১ দফায় আপনার চিন্তার সব সংস্কার কাভার করেনি, কিন্তু জামায়াতের তো তখন ১ টাও সংস্কারের দফা ছিল না।’

পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, ‘সংস্কার সংস্কারের এত আলাপ, তাহলে বলুন—কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি নিয়োগ ভাগাভাগি করেছেন?’

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫