শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ছাত্রদলের পাল্টা বিক্ষোভ

০২ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল © সংগৃহীত

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছেন। শনিবার মধ্য রাতে মাছপাড়া কেন্দুয়ার চর এলাকায় অনুষ্ঠিত এ মিছিল স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

এদিকে, ঘটনাটির প্রতিবাদে রাতেই জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের লোকজন প্রকাশ্যে মিছিল করছে—এটি আইন অমান্যের স্পষ্ট দৃষ্টান্ত। যারা হামলা ও হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।’

এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, ‘আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে? প্রশাসনকে আহ্বান জানাই—অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, না হলে নির্বাচনের আগ মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মোর্শেদ জিতু বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মধ্যরাতের মশাল মিছিল আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। প্রশাসনের উচিত শুধু মামলা নয়, এর পেছনের মদদদাতাদেরও খুঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’

প্রতিবাদে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চরমোচারিয়া ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছি। কাউকে ছাড় দেওয়া হবে না।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫