ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান

২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগীভাবে গড়ে তুলতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের টেকসই সুরক্ষার জন্য প্রয়োজন একটি উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে পুরো শিক্ষা কাঠামোকে আধুনিক ও দক্ষ করে তোলা যায়।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ দিতে হবে, তবেই জাতি এগিয়ে যাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক রূপ দিতে একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তারা এ বিষয়ে অনেকদূর অগ্রসর হয়েছে।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫