‘নির্বাচনী দৌড়ে সবার চেয়ে ৫ শতাংশ এগিয়ে জামায়াত’

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫ শতাংশ এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোন মনোনয়ন ঘোষনা করেনি। জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীতা চুড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গার কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা প্রসঙ্গে দুদু বলেন, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রতাশা করছে। পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্তিরতা প্রসঙ্গে তিনি বলেন, এতে কোন না কোন দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য আলমডাঙ্গা উপজেলার ৫টি মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫