ঢাবিতে গিয়েছিলেন মির্জা আব্বাস, বললেন, ‘কেউ অভিযোগ তুললে কী করতে পারি?’ 

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ AM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে গিয়েছেন, নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এ অভিযোগ করেন আবু বাকের।

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘কেউ অভিযোগ তুললে আমি কী করতে পারি? আমার তো কিছু করার নেই। আমি কেন সেখানে যাব?’

তিনি আরও বলেন, ‘আমি যেতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে) পারলে খুশি হতাম।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে অংশ নিতে তিনি গুলশানে আছেন।

শায়রুল আরও বলেন, মির্জা আব্বাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বিষয়টি গুজব। তিনি সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন।

নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল সরকারি ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গাইবান্ধার ৫ আসনে ৪৫ প্রার্থীর রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র জমা
  • ৩০ ডিসেম্বর ২০২৫