‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো’, যুবদল নেতার ভিডিও ভাইরাল

৩০ আগস্ট ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
আবুল খায়ের

আবুল খায়ের © সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখবো। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

শুক্রবার সকাল থেকে ওই ১০ সেকেন্ডের বক্তব্যটি ভাইরাল হয়ে ফেসবুকে নানা সমালোচনার সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটি গত ১৬ আগস্টের ঘটনা। ওই দিন বিকালে গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে আবুল খায়ের এই বক্তব্য দেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যের বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, ‘চান্দিনায় ধানের শীষ প্রতীক থাকবে না।’ সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের বক্তব্যটি দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি স্পষ্ট করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন অন্য দলের লোকজন ভিডিও ভাইরাল করছেন।

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে শুক্রবার রাত পৌনে ৮টায় যুবদল নেতা আবুল খায়ের মুঠোফোনে বলেন, এখনও তপশিল ঘোষণা হয়নি। জোট হয়নি। এত আগে এলডিপি নেতা রেদোয়ান চান্দিনায় ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, এমন কথা বলেছিলেন। তাই দলের দায়িত্বে থেকে আমি রেদোয়ানের কথার প্রতিবাদ করেছি। আজ লাইভে এসে এ বিষয়টির ব্যখ্যাও দিয়েছি।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫