দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর সেই যুবদল নেতা বহিষ্কার

২৮ আগস্ট ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
শফিকুল ইসলাম দুলু

শফিকুল ইসলাম দুলু © টিডিসি ফটো

সাতক্ষীরার শ্যামনগরে এক মৎস্য খামারে হামলা ও তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসা যুবদল নেতা শফিকুল ইসলাম দুলুকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শফিকুল ইসলাম দুলুকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন শেখ নাজমুল হক।

এই সিদ্ধান্ত অনুমোদন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এর আগে, গত ২১ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসে ‘৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, শ্যামনগরের হরিনগরে এক হাজার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এর চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ টাকা চাঁদা নেন এবং পরে তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত খামারে দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়।

এ বিষয়ে খামারের চেয়ারম্যান গত ২০ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও লিখিত অভিযোগ দেন।

তবে অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম দুলু আগেই দাবি করেছিলেন, তিনি কোনো চাঁদা চাননি বা নেননি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫