বেগম জিয়ার সম্মানে ডিসেম্বরেই নির্বাচন দেওয়া উচিত : বরকত উল্লাহ বুলু

১৬ আগস্ট ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বরকত উল্লাহ বুলু

বরকত উল্লাহ বুলু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ড. ইউনূসকে মিথ্যা মামলায় হয়রানি করছিলেন, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ৪০ মিনিট ধরে শুধু ড. ইউনূসের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তিনি (খালেদা জিয়া) ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বর মাসে নির্বাচন হয়, তিনি তাতে অংশগ্রহণ করবেন। সুতরাং প্রধান উপদেষ্টার উচিত তার প্রতি সম্মান দেখিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজন করা।’

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘সংস্কারের নামে কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু নির্বাচন ছাড়া দেশে একটি ডলারও বৈদেশিক বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলার উন্নতি হবে না, মব সন্ত্রাস ও খুন বন্ধ হবে না। তাই দেশের স্বার্থেই দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।’

আরও পড়ুন: বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে এই টাকা দেশে ফেরত আনা হবে।’

সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘সেদিন সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষ রক্তাক্ত হোক, কিন্তু আমাদের গর্বের সেনাবাহিনী তা হতে দেয়নি। যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে সেদিন লাখো মানুষ নিহত হতো। সেই ঘটনার ফলেই ফ্যাসিস্ট হাসিনা তার মাতৃভূমি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫