শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা

১০ জুলাই ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৩০ PM
শহীদ ওয়াসিমের পরিবারের পাশে ছাত্রদল নেতা

শহীদ ওয়াসিমের পরিবারের পাশে ছাত্রদল নেতা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। বুধবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক। এ সময় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল নেতা তারিক। এসময় তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে  শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তরিকুল ইসলাম তারিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই  চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে  পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জুগাবে উল্লেখ করে তারিক বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

জকসু নির্বাচন আটকে দেন শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ঢাকায় জরুরি তলব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫