নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা আছে, প্রশ্ন এনসিপি নেতা আরমানের

১৮ মে ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
নুসরাত ফারিয়া ও আরমান হোসাইন

নুসরাত ফারিয়া ও আরমান হোসাইন © সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এক নেতা। নুসরাতকে গ্রেপ্তার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যিনি দলটির শৃঙ্খলা কমিটিরও সদস্য।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চলছে নুসরাত ফারিয়ার

আজ রবিবার (১৮ মে) নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানান আরমান। ফেসবুক পোস্টে আরমান হোসাইন বলেন, ‘নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তিনি কীভাবে হত্যাচেষ্টার সাথে সংশ্লিষ্ট থাকেন! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এ রকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।’

উল্লেখ্য, ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে। মামলার বাদী এনামুল হকের অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি ও অজ্ঞাতনামা তিন-চারশজন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫