জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাহফুজ আলমের মন্তব্যের ভিডিও বিভ্রান্তিকর

১১ মে ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
মাহফুজ আলমের মন্তব্যের ভিডিও বিভ্রান্তিকর

মাহফুজ আলমের মন্তব্যের ভিডিও বিভ্রান্তিকর © সংগৃহীত

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম নাকি বলেছেন, “২০০০ লোক শহীদ হয়নি, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল হাসিনাকে সরানোর জন্য।” ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, “যেখানে রিজিম চেঞ্জ হইছে রিজিম চেঞ্জ অপারেশন হইছে, এখানে ২০০০ লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হইছে।”

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বিভ্রান্তিকর এবং প্রকৃত বক্তব্যের খণ্ডিত ও প্রেক্ষিতচ্যুত অংশ।

মূল বক্তব্যটি গত ৫ মে রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির সভাকক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে মাহফুজ আলম প্রদান করেন। সেমিনারের সেই বক্তব্যের একটি অংশ কাটাছাঁট করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা প্রকৃত বক্তব্যের সম্পূর্ণ অর্থ পরিবর্তন করে।

আসল বক্তব্যে মাহফুজ আলম বলেন, কয়েকটি পত্রিকা জুলাইয়ের ঘটনাকে ‘গণঅভ্যুত্থান’ না বলে ‘আন্দোলন’ হিসেবে উল্লেখ করছে এবং ঘটনাটিকে ‘ক্ষমতার পট পরিবর্তন’ বা ‘রিজিম চেঞ্জ’ বলে বর্ণনা করছে, যা তিনি ভারতীয় বর্ণনার (Indian narrative) অংশ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, ‘রিজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ… এখানে ২০০০ লোক শহীদ হয় নাই…’—এই বক্তব্য তিনি সাংবাদিকতার নিরপেক্ষতা হারানোর উদাহরণ হিসেবে উল্লেখ করেন, নিজে তা সমর্থন করেননি।

এই বিষয়ে বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ৫ মে প্রচারিত একটি ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ৩ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৩ মিনিট ২২ সেকেন্ড সময়কালের মধ্যে ভাইরাল ক্লিপটির বক্তব্য রয়েছে। তবে সেই অংশটি একটি বৃহত্তর বক্তব্যের অংশ, যেখানে তিনি মিডিয়া রিপোর্টের ধরন নিয়ে সমালোচনা করেন, স্বয়ং এমন কোনো দাবি তোলেননি।

সুতরাং, মাহফুজ আলমের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করে যে দাবি ছড়ানো হয়েছে তা বিভ্রান্তিকর এবং প্রেক্ষিতবর্জিত।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫