অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৩১ মৃত্যু, নেপথ্যে যে কারণ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ PM
সেই জনসভায় ভিড়ের ছবি

সেই জনসভায় ভিড়ের ছবি © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র‍্যালিতে পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালের বরাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির

বিভিন্ন সূত্রের খবরের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু বিজয়কে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। আট থেকে আশি মিলিয়ে ৬০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন ওই সভায়।

কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? রাজনৈতিক সমাবেশে পছন্দের অভিনেতাকে দেখতে মাত্রাছাড়া ভিড়ই কি একমাত্র কারণ? নাকি ত্রুটি ছিল ব্যবস্থাপনাতেও? শনিবার রাতের এই ঘটনার পর থেকে জল্পনা থামছে না।

আরও পড়ুন: ভারতীয় অভিনেতার বিজয় মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু অভিযোগ, প্রায় ৬ ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমে অসুস্থও হয়ে পড়তে শুরু করেছেন।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। তার কিছুক্ষণ আগেই বক্তৃতা করতে উঠেছিলেন বিজয়। সে সময় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণও ছুড়ছিলেন তিনি। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। 

প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারান কেউ কেউ।

পরিস্থিতি আঁচ করতে পেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেকের মৃত্যু হয়েছে। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫