নওগাঁয় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

০৯ আগস্ট ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৬:৪৭ PM
দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমি হলরুমে সাপাহার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়

দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমি হলরুমে সাপাহার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয় © টিডিসি

প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সঙ্গে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ৩টায় দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমি হলরুমে সাপাহার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৈষম্যমূলক এক প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। অথচ দেশের মোট প্রাথমিক শিক্ষার্থীর প্রায় অর্ধেকই প্রাইভেট (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানে অধ্যয়নরত। আমরা সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মনে করছি সরকারের এমন সিদ্ধান্ত দেশের প্রায় অর্ধেক প্রাথমিক শিক্ষার্থীর মৌলিক অধিকারে সরাসরি আঘাত করেছে। এসব শিক্ষার্থী, অভিভাবক এবং কিন্ডারগার্টেন স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইনের পরিপন্থি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এ সময় সাপাহার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, ইমাম আজম একাডেমির পরিচালক কাওছার হোসেন, সহসভাপতি তিলনা আল ফালাহ একাডেমির শামসুল আলম, সাধারণ সম্পাদক নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক এমদাদুল হক মিলন, আছিয়া সিদ্দীকের মোশারফ হোসেন, হরিপুর আল হেরার ইমরান, এভার গ্রিনের পরিচালক নবিবর রহমান, সিরাজ মডেল একাডেমির সিরাজুল ইসলাম, দিঘীর মডেল স্কুলের ফিরুজ কবির, সূর্যমুখী স্কুলের ফরহাদ, বিসমিল্লাহ শিশু একাডেমির পরিচালক রফিকুল ইসলাম, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক গোলাপ খন্দকার, তিলনা মুসলিম একাডেমির পরিচালক ও গৌরীপুর স্কুলের পরিচালকসহ সব কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫