বিদায় ফেসবুক-ইনস্টাগ্রামকেও? তাহসান বললেন- ‘বিদায় মানে তো বিদায়’

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ AM
তাহসান খান

তাহসান খান © সংগৃহীত

সংগীতশিল্পী তাহসান খান দুই যুগেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। তবে এবার সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী। তার ফেসবুক পেজে ফলোয়ারে সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই।

কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। এর আগে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

এদিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে তাহসান খান বলেন, তিনি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে রেখেছেন। সংগীত থেকে ইতি টানার ইঙ্গিতে পর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে না কেন এমন প্রশ্নে তাহসান বলেন, অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।

তাহসানের এই ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বক্তরা লিখেছেন, তাহসানকে বিদায় জানাতে প্রস্তুত নন তারা। আবার কেউ কেউ আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে আবার ফিরে আসবেন তিনি।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫