‘চাকরি আছে বেতন নেই, এমন কোনো দেশ নেই’

১৩ অক্টোবর ২০২৫, ০১:৫১ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০২:০৮ PM
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অবস্থান ধর্মঘট

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অবস্থান ধর্মঘট © টিডিসি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা।

তারা বলছেন, আশ্বাস দিয়েও তাদের দাবি মানা হয়নি। এজন্য রাজপথ বন্ধ করে দাবি আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

এসময় তাদের হাতে কিছু প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে- ‘চাকরি আছে বেতন নেই, এমন কোনো দেশ নেই’; ‘আর কোন দাবি নেই, স্বতন্ত্র-ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’; ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন?’ ইত্যাদি সংবলিত স্লোগান লেখা দেখা যায়।

কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষনার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন: আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আহবান

এসময় তারা বলেন, এমন কোন দেশ নেই যেখানে চাকরি আছে কিন্তু বেতন নেই। এটা শুধু আমাদের বাংলাদেশেই আছে। আমাদের ইবতেদায়ী শিক্ষকদের সাথে অবিচার করা হচ্ছে। বিগত সরকার থেকে এ পর্যন্ত সবাই আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে এ পর্যন্ত এনেছে। ন্যায্য অধিকারের দাবিতে আমাদের বার বার রাজপথে নামতে হয়েছে, কিন্তু কোনো ফলাফল দেওয়া হয়নি।

তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর আমাদেরকে বলা হয়েছিল, আপনাদেরকে জাতীয়করণ করা হবে। প্রথমে ১০৮৯ টি, পরে পর্যায়ক্রমে বাকিগুলো জাতীয়করণ হবে। যাক আমরা সেটা মেনে নিলাম। তারপরে আমরা গত মাসের ১৪ তারিখে আবার অবস্থান ধর্মঘট করি। সেদিন মাননীয় সচিব মহোদয় স্যার বৈঠকে বলেছেন যে, এক মাসের ভেতরে বেতন দেব। বাকিটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেবো।

তারা আরও বলেন, দুঃখের বিষয়, আজ পর্যন্তও আমাদেরকে দেওয়া কোনো আশ্বাসের প্রতিফলন দেখিনি। তাই আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়কে বলতে চাই, অবিলম্বে আমাদের ১ হাজার ৮৯ টি ফাইল স্বাক্ষর করে আর বাকি শিক্ষকদের গণবিজ্ঞপ্তি জারি করে বেতন দিন। যদি এটা না মেনে নেন, তাহলে আমরা রাজপথ বন্ধ করে নিজেদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।

 

 

 

 

 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫