শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন মাদ্রাসা ছাত্র মাহবুব

১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০৯ AM
মাহবুব আল হাসান

মাহবুব আল হাসান © সংগৃহীত

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার- ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাহবুব আল হাসান। তিনি পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন ।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

আরও পড়ুন : শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার সুদীপ্ত 

জানা গেছে, মাহবুব আল হাসান কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জ সদর, শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান।

গত তিন বছর যাবত তিনি ‘The Change Bangladesh’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। যার প্রধান লক্ষ্যই ছিল শিশুদের স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা। তিনি  শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনা সৃষ্টি, বৃক্ষ রোপন ও গাছের চারা, কলম,পেন্সিল,খাতা ইত্যাদি উপহার দেওয়ার মতো নানা উদ্যোগ নিয়েছেন। হাওরের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় মাহবুব নিবেদিত প্রাণ।

শুধু তাই নয়, মাহবুব অসুস্থ শিশুদের রক্ত জোগাড়ে বিড়ম্বনা লক্ষ্য করে `ব্লাড খুজি' নামে একটি প্লাটফর্ম গড়ে তোলেছেন। যা রোগীদের জন্য রক্ত জোগাড় করে দিতে সাহায্য করে। তিনি হাওর অঞ্চলের শিশুদের জীবন মান উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে মাহবুব আল হাসান বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, ভবিষ্যতকে বাঁচাতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫