ঔষধ প্রশাসন অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
এন্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার ও অনিয়ন্ত্রিত বিক্রয় রোধে কঠোর নির্দেশনা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনের পাঠানো এক বিবৃতিতে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিধান উল্লেখ করে ফার্মেসির মালিক ও ফার্মাসিস্টদের পাশাপাশি সাধারণ জনসাধারণকেও সচেতনতার পরামর্শ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আইনটির ৪০ (ঘ) ধারার বিধান অনুসারে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনোভাবেই এন্টিবায়োটিক বা প্রেসক্রিপশনভুক্ত অন্যান্য ঔষধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। এ ক্ষেত্রে শুধুমাত্র Over the Counter (OTC) শ্রেণির ঔষধ বিক্রয়ের অনুমতি রয়েছে।
ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের জন্য নির্দেশনায় আরও বলা হয়, রেজিস্টারে এন্টিবায়োটিক জাতীয় ঔষধের ক্রয়-বিক্রয়ের তথ্যাদি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ এন্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশমেমো প্রদান বাধ্যতামূলক। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীরা যাতে পূর্ণ কোর্স এন্টিবায়োটিক সেবন করে, এ বিষয়ে পরামর্শ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি এন্টিবায়োটিকসহ সকল ঔষধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। রেড লেবেল সম্বলিত মোড়ক ছাড়া এন্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এছাড়া সতর্কীকরণ হিসেবে জানানো হয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে, কিংবা ক্রয়-বিক্রয়ের তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন্টিবায়োটিক ব্যবহারকারী জনসাধারণের জন্য পরামর্শে বলা হয়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ক্রয়, সেবন বা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ক্রয়ের সময় অবশ্যই ঔষধের মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো সংগ্রহ করতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পূর্ণ কোর্স এন্টিবায়োটিক ব্যবহার না করলে জীবাণু এন্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক পুরো কোর্স সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ বা নষ্ট এন্টিবায়োটিক মাটি, পানি বা আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দিতে বলা হয়েছে নির্দেশনায়।