সব হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ PM
অগ্নি নির্বাপন যন্ত্র

অগ্নি নির্বাপন যন্ত্র © সংগৃহীত

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) দেশের সকল হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো চিঠিতে সই করেছেন।

এতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অগ্নিকাণ্ড সংঘটিত, সম্পদ ও প্রাণহানি রোধে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল করে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এর আগে গত ৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, সকল স্বাস্থ্য স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দিতে হবে। হাসপাতাল পরিচালক বিষয়টি নিশ্চিত করবেন। হাসপাতালভিত্তিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫