শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © টিডিস ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ভারত বিষয়টি পর্যালোচনা করছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, 'তিনি কবে ফিরবেন সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন।'

আরাকান আর্মির হাতে জেলেদের আটকের ঘটনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চীনের অর্থায়নে নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত ও ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে শিল্প-কারখানা কম হওয়ায় কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

উপদেষ্টা বলেন, 'দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে তুলে দিতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন। সব রিফর্ম আমাদের পক্ষে শেষ করা সম্ভব না—এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যারা ভবিষ্যতে দায়িত্ব নেবেন, তারা যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারেন।'

চার দিনের সফরে রংপুরে এসে আজ তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫