ফিফা বর্ষসেরা কোচ হলেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে

১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ AM
লুইচ এনরিকে

লুইচ এনরিকে © সংগৃহীত

ব্যালন ডি'অরের অনুষ্ঠানে বর্ষসেরা কোচ নির্বাচিত হবার পর এবার ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইচ এনরিকে। ২০১৫ সালের পর দ্বিতীয়বারের মত মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি। অন্য দিকে নারী  ফুটবলের সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ড নারী দলের দায়িত্বে থাকা সারিনা ভিগমান।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা দুই কোচের নাম ঘোষণা করা হয়। ফুটবলের ব্যস্ততার কারণে যদিও দুজনের কেউই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এনরিকের কোচিংয়ে ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত বিবেচিত সময়ে ক্লাবের ইতিহাসে অনন্য ট্রেবল জয় করে পিএসজি; চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ। এই সময়ে আরও একটি ট্রফি উঁচিয়ে ধরে তারা, গত জানুয়ারিতে ফরাসি সুপার কাপ।

এই সময়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল এনরিকের দল; কিন্তু শিরোপা লড়াইয়ে তারা হেরে যায় চেলসির বিপক্ষে।

অসাধারণ এই সাফল্যের জন্য গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবলের ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছিলেন স্পেনের এনরিকে। আর ইংল্যান্ডকে গত উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়ে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ভিগমান।

নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার এই নিয়ে পঞ্চমবার ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন। গত সেপ্টেম্বরে নারী ফুটবলেও বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫