সিনেমাকে বিদায় জানানোর কারণ জানালেন থালাপতি বিজয়

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM
থালাপতি বিজয়

থালাপতি বিজয় © সংগৃহীত

টানা ৩৩ বছর অভিনয় করেছেন। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন। ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে অভিনয়ের যাত্রা শুরু করেন সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়া দক্ষিণি তারকা থালাপতি বিজয়। 

১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্নপ্রকাশ করেন তিনি। গত শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ায় এইচ. বিনোথের ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে নিজের অবসরের ঘোষণা করেন থালাপতি বিজয়। তাই ‘জানা নায়গান’ শেষ ছবি হতে চলেছে এই অভিনেতার। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি।

গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে বিজয়ের শেষ সিনেমা বলে স্বভাবতই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন। অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে বিজয়কে। সেখানে ভক্তদের তিনি জানান ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় ছাড়ার কারণ।

অভিনয়কে বিদায় বললেন কেন
ভক্তদের পাশে দাড়াতেই অভিনয় ছাড়ছেন জানিয়ে বিজয় বলেন, মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়ান। সে কারণেই আগামী ৩০-৩৩ বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয়–ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি।

চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের পাশে পাওয়ার কথা জানিয়ে বিজয় বলেন, প্রথম দিন থেকেই আমি সব ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছি, এটা পুরোনো গল্প। কিন্তু আমার ভক্তরা শুরু থেকেই টানা ৩৩ বছর ধরে আমার পাশে থেকেছেন। আমি সিনেমায় এসেছিলাম একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, আর আপনারা আমাকে একটি প্রাসাদ উপহার দিয়েছেন। তাই যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমিও দাড়াব। ভক্তদের কৃতজ্ঞতার ঋণ শোধ করব।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫