গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ অবস্থান: ছাত্রদল নেতাকে হল থেকে বের করে দিল প্রশাসন

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
জহিরুল ইসলাম জহির

জহিরুল ইসলাম জহির © সংগৃহীত

অবৈধভাবে হলে অবস্থান এবং শৃঙ্খলাভঙ্গ করে নিজ বিভাগের জুনিয়রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে আবাসিক হল থেকে বের করে দিয়েছে হল প্রশাসন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা তিনটায় বিজয় দিবস হলের প্রশাসন তাকে হল থেকে বের করে দেয়।

জানা যায়, বুধবার রাত ১টার দিকে বিজয় দিবস হলের ব্যাডমিন্টন খেলার মাঠে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম জহিরের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বাধা দিতে এলে তাকেও আঘাত করেন সহসভাপতি জহির।

এ ঘটনায় বিজয় দিবস হল প্রশাসন শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হওয়া এবং ছাত্রত্ব শেষ হওয়ার পরও অবৈধভাবে হলে অবস্থান করায় গোবিপ্রবি ছাত্রদলের এই নেতাকে হল থেকে বের করে দেয়।

এ ছাড়া এর আগেও তার বিরুদ্ধে সহকারী প্রক্টরকে ধাক্কা দিয়ে এক মাদকসেবীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হলে অবস্থান করা এবং শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হওয়ায় তাকে হল প্রশাসন বের করে দিয়েছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫