র‌্যাগিংয়ে অভিযুক্ত শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

০৮ অক্টোবর ২০২৫, ০৬:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এসব বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ‘প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা মানব না’ স্লোগান দেন শিক্ষার্থীরা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগেই মীমাংসিত হয়ে যায় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। তারপর বিভিন্ন সমস্যায় সবাই একসাথে কাজ করেছি। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এই রকম সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর অফিসে আমরা জানিয়েছি এরপরও অন্যায়ভাবে আমাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এ প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা। অতি দ্রুত এই আদেশ প্রত্যাহার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, ‘তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী চাইলে আপিল করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল আবেদন করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত মাসের ২৫ সেপ্টেম্বর ২৩৭ নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫