চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য: বুয়েট ভিসি

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
সেমিনারে বক্তব্য রাখছেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান

সেমিনারে বক্তব্য রাখছেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান © সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে এআই নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

আজ মঙ্গলবার বিএমইউ ও বুয়েটের যৌথ উদ্যোগে ‘রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এআইয়ের উন্নয়ন’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ ও বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘রেডিওলজিক্যাল ইমেজের সহায়ক অনলাইন প্রতিবেদনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব অ্যাপ্লিকেশন’ শীর্ষক গবেষণা প্রকল্পের প্রচারের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। এই প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।

সেমিনারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এম তারিক আরাফাত। আর রেডিওলজিতে এআইয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. তৌফিক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে বুয়েট ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উন্নত প্রযুক্তির এই বিশ্বে এআই একটি বিশেষ জায়গা করে নিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম। তবে এআই থেকে কার্যকর সুফল পেতে স্থান ও পরিবেশ ভিন্ন হওয়ায় বিভিন্ন দেশে স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন করা আবশ্যক। শুধু রেডিওলজি, অনকোলজি, প্যাথলজিতেই নয়, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য।

সভাপতির বক্তব্যে বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউ ও বুয়েট এক সাথে কাজ করলে বাংলাদেশে স্বাস্থ্যসেবাখাত এক নতুন যুগে প্রবেশ করবে। নতুন নতুন ইনোভেনশন, আবিষ্কার, উদ্ভাবন রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা যৌথভাবে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবাখাতে নিত্য নতুন উন্নততর চিকিৎসাসেবার দ্বার উন্মোচিত হবে, যার প্রকৃত সুফলভোগী হবেন রোগীরা। তাই ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সমন্বিতভাবে কাজ করা এখন সময়েরই দাবি।

সেমিনারে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্তসহ বুয়েটের শিক্ষক ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫