কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবিতে শিক্ষার্থীদের তালা

১৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM
নিউ একাডেমিক ভবন, কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউ একাডেমিক ভবন, কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

প্রাণিসম্পদ খাতে সমতা প্রতিষ্ঠা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। অ্যানিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বুধবার (১৩ আগস্ট) নিউ একাডেমিক ভবন, কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মশালমিছিল নিয়ে শিক্ষার্থীরা নিউ একাডেমিক ভবনে তালা দেন। এরপর বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শেষে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সমাধানের রোডম্যাপ ঘোষণা করেনি। পাশাপাশি তারা এএইচ শিক্ষকদের ‘একপক্ষীয় মন্তব্য’ প্রত্যাখ্যান করেন। তাদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় আন্দোলন চালিয়ে যাবেন।

অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিভিএম ও এএইচ ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। ডিভিএম শিক্ষকরা আন্দোলনের প্রতি সমর্থন জানালেও এএইচ শিক্ষকরা দ্বিমত পোষণ করেছেন এবং নিজেদের ডিসিপ্লিনের স্বার্থ রক্ষার কথা বলেছেন।’ 

তিনি আরও জানান, পরিস্থিতি সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়েছে এবং দ্রুত একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর বলেন, ‘আন্দোলন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। তাদের দাবি যৌক্তিক হলেও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়—এমন কোনো সহিংস পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই থেকে এএইচ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস–পরীক্ষা বর্জন করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫