ঈদে মাভাবিপ্রবিতে ২৩ দিনের ছুটি

২৭ মে ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ২১ দিনের ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ৩১ মে হতে ১১ জুন (১২ ও ১৩ জুন ২০২৫ সাপ্তাহিক ছুটি) এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ১৪-১৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ছুটি শেষে আগামী ২১ জুন (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু হবে। এছাড়াও ২৯ ও ৩০ মে (বৃহস্পতিবার ও শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় পুরো ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

আরও পড়ুন: সৌদিতে দেখা মিলল চাঁদের, ঈদুল আজহা পালিত হচ্ছে কবে?

এ বিষয়ে জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন অফিস, রান্নাঘর এবং ডাইনিং-সহ সব ধরনের সেবা প্রদান বন্ধ থাকবে। উক্ত সময়ে যারা হলে অবস্থান করবে তাদেরকে নিজ দায়িত্বে নিজস্ব ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে।

তিনি আরও জানান, ২৯ মে রাত থেকে ডাইনিং বন্ধ থাকবে, এবং ১৭ জুন রাতে টোকেন কেটে ১৮ জুন থেকে খাবার গ্রহণ করা যাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫