শাবিপ্রবিতে উন্নয়ন প্রকল্প তদারকিতে শিক্ষক-সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং টিম

২৬ মে ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৫ AM
শিক্ষক-সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং টিম

শিক্ষক-সেনাবাহিনীর সমন্বয়ে মনিটরিং টিম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান ‘অধিকতর উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর নির্মাণ কার্যক্রম সঠিক সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও সেনাবাহিনীর একজন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন ১৭টি অবকাঠামোর কাজ তদারকি করতেই এই মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে—১০ তলা বিশিষ্ট স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি-২ ভবন, একাডেমিক বিল্ডিং, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস, ব্যবসায় প্রশাসন বিভাগ, বাংলা ও ইংরেজি বিভাগ, আইএমএল, সেন্ট্রাল ওয়ার্কশপ, ৬ তলা বিশিষ্ট স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিং, ৪ তলা মসজিদ এবং এক কিলোমিটার দীর্ঘ সড়কের উভয় পাশে ১৫ মিটার গার্ডেন ব্রিজ।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন—সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এইচ. এম. এ মাহজুজ, অধ্যাপক ড. মো. বশিরুল হক, আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান এবং ইঞ্জিনিয়ার্স, জিই (আর্মি)-এর মেজর মুহাম্মাদ আনোয়ার উস সাদাত।

এ বিষয়ে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমাদের উন্নয়ন প্রকল্পের কাজগুলো যেন গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়, সেজন্য অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে সেনাবাহিনীর একজন প্রকৌশলীকে যুক্ত করে মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমরা আশাবাদী, এই টিমের তদারকিতে কাজগুলো যথাসময়ে এবং যথাযথভাবে সম্পন্ন হবে।”

নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল সরকারি ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গাইবান্ধার ৫ আসনে ৪৫ প্রার্থীর রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র জমা
  • ৩০ ডিসেম্বর ২০২৫