বিইউপিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন নির্ধারিত ফরমে

১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ PM
৭ পদে ১৪ শিক্ষক-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বিইউপিতে

৭ পদে ১৪ শিক্ষক-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বিইউপিতে © ফাইল ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। প্রতিষ্ঠানটি অধ্যাপকসহ ৭ পদে ১৪ শিক্ষক-কর্মচারী নিয়োগে ৯ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। কয়েকটি পদে স্থায়ী এবং দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি);

১. পদের নাম: অধ্যাপক;

বিষয়: ফার্মেসি;

পদসংখ্যা: ১টি;

বেতন গ্রেড: ৩য়;

নিয়োগের ধরন: স্থায়ী;

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিষয়: ফার্মেসি;

পদসংখ্যা: ২টি;

বেতন গ্রেড: ৪র্থ;

নিয়োগের ধরন: স্থায়ী;

৩. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিষয়: ফার্মেসি;

পদসংখ্যা: ৩টি;

বেতন গ্রেড: ৬ষ্ঠ;

নিয়োগের ধরন: স্থায়ী;

৪. পদের নাম: প্রভাষক;

বিষয়: ইংরেজি;

পদসংখ্যা: ৪টি;

বেতন গ্রেড: ৯ম;

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (অধ্যয়ন ছুটিজনিত শূন্য পদের বিপরীতে);

৫. পদের নাম: ডিস্টিংগুইশড প্রফেসর;

বিষয়: ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স;

পদসংখ্যা: ১টি;

বেতন গ্রেড: বিধি অনুযায়ী প্রাপ্য হবেন;

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক;

৬. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা প্রসেসর;

পদসংখ্যা: ১টি;

বেতন গ্রেড: ১৩তম;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি;

বেতন গ্রেড: ২০তম;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে শিক্ষক পদের জন্য ১ নম্বর ফরম এবং কর্মচারী পদের জন্য ৩ নম্বর ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে শিক্ষক পদের জন্য ২০০ টাকা, অফিস সহকারী কাম ডাটা প্রসেসর পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা ১২১৬ বরাবর আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ ডিসেম্বর ২০২৫, বিকেল ২টা ৩০ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিইউপির অফিশিয়াল ওয়েবসাইট

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা মাওলানা ভাসানীর নাতির
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫