‘শাওমির ঈদ’ ক্যাম্পেইনে জয়ীদের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন তামিম

১৭ মে ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তামিম ইকবাল

প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তামিম ইকবাল © সংগৃহীত

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে  দেশের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। শুক্রবার (১৬ মে) শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান। এ সময় পাশে ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

প্রতিষ্ঠানটি জানায়, ঈদুল আজহাকে ঘিরে গত ৭ মে থেকে শুরু হয় ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ক্যাম্পেইনের  আওতায় মেগা পুরষ্কার ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার জিতে নেয়ার পাশাপাশি শাওমি ফোন কিনে সর্বোচ্চ ৩০০০ টাকা ক্যাশ ব্যাক পাওয়া যাবে।  ক্যাম্পেইন ঘিরে অভূতপূর্ব সাড়া পেয়েছে শাওমি। শাওমির যে কোন স্মার্টফোন কিনেই নিশ্চিত উপহার  জিতে নিয়েছে ফ্যানরা। এ ছাড়াও প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে মেগা পুরস্কার তুলে দিয়েছে শাওমি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরো সুযোগ থাকছে মেগা পুরষ্কার জিতে নেয়ার।

আরও পড়ুন: সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় যেসব পদক্ষেপ নিয়েছে ঢাবি প্রশাসন

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে প্রথম পুরস্কার পেয়েছেন মোঃ আলামিন খান। তিনি পান পাঁচ লক্ষ টাকা। মোসাঃ আসমা আক্তার  ও মোঃ আকাশ কাজী পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি এই দুজন পান এয়ার কন্ডিশন (এসি)। এছাড়া ক্যাম্পেইনে শাওমির বিভিন্ন স্মার্টফোন কিনে গ্রাহকরা পান রেডমি ইয়ারবাডস, টিশার্ট ও ডাটা বান্ডেল।

অনুষ্ঠানে উপস্থিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালু করি আমরা। শাওমি ফ্যানরা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নতুন উদ্ভাবন নিয়ে সব সময় দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় শাওমি। এ ধরণের ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি আর তার ফ্যানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস।

 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫