কাওরান বাজার

চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা, ব্যবসায়ীদের ধাওয়া

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ PM
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে বহিষ্কৃত যুবদল নেতা আব্দুর রহমান ও তার অনুসারীদের হামলার পর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়া হয়

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে বহিষ্কৃত যুবদল নেতা আব্দুর রহমান ও তার অনুসারীদের হামলার পর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়া হয় © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে যুবদলের ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে ‘সন্ত্রাসীরা’ হামলা করেছে। পরে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তেজগাঁও জোনের উর্ধ্বতন কর্মকর্তাসহ ওই থানার ওসি ক্যশৈনু উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন। তাদের উপস্থিতিতে কারওয়ান বাজারের ব্যব্যসায়ীরা বলেন, ‘যুবদলের বহিষ্কৃত নেতা আবদুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করা হয়েছে। পুলিশের কয়েকজন সন্ত্রাসের পক্ষে কাজ করছে, কারণ তারা প্রতি মাসে মাসোয়ারা পায়। হান্নান ও হায়দারও লাখ লাখ টাকা চাঁদা নেয়। তেঁজগাও থানা থেকে তাদের প্রত্যাহারের দাবি জানান তারা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 

পরে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা ও তেঁজগাও থানার ওসি ব্যবসায়ীদের মামলা করতে বলেন এবং মামলা নেওয়ার আশ্বাস দেন। 

আরও পড়ুন : গভীর রাতে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

জানা গেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় চাঁদাবাজদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ব্যবসায়ীরা জানান, আজকে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতিমাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে এ হামলাকারীদের প্রতিহত করছি।

এই এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান তারা উত্তপ্ত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারওয়ান বাজারের ব্যবসায়ীরা আব্দুর রহমান নামের এক নেতা ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করছিল, সেময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা দেয়নি, দিলে নেওয়া হবে।’

ঘটনার সময় উপস্থিত ছিলেন এই কর্মকর্তা, তখন ব্যবসায়ীদের তিনি বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পরে কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে এবং বেপরোয়া হয়ে উঠেন। পরে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও থানার যুবদলের সদস্য সচিব আবদুর রহমানকে দলিয় পদ থেকে বহিষ্কার করা হয়।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫