প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলা-অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ AM
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবন

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবন © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উত্তেজিত জনতা এসব হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকশ বিক্ষোভকারী কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন তলায় ভাঙচুর শুরু করে। এ সময় আসবাবপত্র, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে সেগুলো স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত অবস্থান নিয়ে তাণ্ডব চালায়।

একই সময় পাশের ডেইলি স্টার সেন্টারেও বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। ভবনটির কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে তারা আসবাবপত্র ও নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫