কুয়াকাটায় হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন  'আলীশান' নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৭ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল অতিথি রেজিস্টার নথি থেকে জানা যায়,  ফাহিমা আক্তার জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। 

পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।  গতকাল বিকাল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করলে ভুক্তভোগী নারীকে ঝুলন্ত দেখতে পায় কর্তৃপক্ষ। বিষয় মহিপুর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।  ফ্যানের সঙ্গে বাধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলো উদ্ধারকৃত মরদেহ। 

এদিকে, তালা ভেঙে প্রবেশের সময় কক্ষের দরজা ভেতর থেকেও আটকান ছিলো বলেও জানায় পুলিশ। ফাতেমার স্বামী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেয়া আরিফকে খুঁজছে পুলিশ। তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মচারী বলেন, 'আমাদের ধারণা ওই নারী ভিন্ন উদ্দেশ্যে হোটেলে এসেছিলেন। তাদের কক্ষে বহিরাগত আনাগোনা ছিলো। এছাড়াও কুয়াকাটা ভ্রমণে এসে এতো দীর্ঘ সময় কেউ অবস্থান করেন না।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫