৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০

০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিভিন্ন দাবিতে আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার মো. যোবেদ আলী।

বুধবার বিকেলে বগুড়া–রংপুর মহাসড়ক ও রংপুর–নীলফামারী মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

রাতে এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, ৩ ডিসেম্বর আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) নিহত হন। এতে পলাশবাড়ী থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলসহ ৮–১০ জন গুরুতর আহত হন।

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পৃথক আরেকটি দুর্ঘটনায় মো. যোবেদ আলী মারা যান। তিনি ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি উমর ফারুক ও যোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫