বাইকের মধ্যে লুকানো ১৯৬ বোতল মাদকসহ এক যুবক আটক

৩০ নভেম্বর ২০২৫, ০১:৫৬ PM
 আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিনব কায়দায় মোটরসাইকেলের বডির ভেতরে লুকিয়ে ভারতীয় ইস্কফ সিরাপ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইটি মোটরসাইকেলসহ ১৯৬ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে উরিষ্যা লাইন এলাকায় টহল দিচ্ছিল। সেখানে সন্দেহজনকভাবে চলাচলরত দুইটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালকরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করেন।

‎পরে ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় বডির ভেতর ও আসনের নিচে লুকানো ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার এক্তিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

‎বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

‎আটক ব্যক্তি, মোটরসাইকেল ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের কাজ চলছে।

‎বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫