বেড়াতে এসে শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার তিন তরুণী, চার যুবকের বিরুদ্ধে মামলা

২৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ AM
মোল্লাহাট থানা

মোল্লাহাট থানা © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন বান্ধবীর শ্লীলতাহানির পর তাদের একজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় চার যুবককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার তিন বান্ধবীর একজন মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে রাজপাট গ্রামে যান। কিছুক্ষণ পর তারা ঘুরতে বের হয়ে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।

এসময় চার যুবক সেখানে এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করেন। নিজেদের পরিচয় জানানো হলে যুবকরা কুপ্রস্তাব দেয় এবং অস্বীকৃতি জানালে তিন তরুণীকে জোরপূর্বক শ্লীলতাহানি করতে থাকে।

একপর্যায়ে এক তরুণী দৌড়ে নিচে নেমে চিৎকার করলে চার যুবক বাকি দুইজনকে মুখ চেপে ধরে নিচে নামিয়ে প্রায় শতগজ দূরের একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের একজনকে ধর্ষণ করা হয়।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন এবং এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ: ধর্ষণ
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫