টিকটকে প্রেম, বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ AM
বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিকটকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে জিল্লুর রহমান (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিল্লুর রহমান বগুড়ার কাহালু উপজেলার বামুজা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। বুধবার (৫ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে জিল্লুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং নিয়মিত মোবাইল ফোনে কথা হতে থাকে। একপর্যায়ে জিল্লুর বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে পাবনার ঈশ্বরদীতে আসতে বলে।

গত ৯ অক্টোবর রাতে তরুণী ট্রেনে ঈশ্বরদীতে পৌঁছালে জিল্লুর তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ঘোরায়। পরদিন ১০ অক্টোবর দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার এলাকায় একটি কক্ষ ভাড়া নেয় এবং সেখানে ১৩ অক্টোবর পর্যন্ত বিয়ের আশ্বাসে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।

র‌্যাব জানায়, বিয়ের কথা তুললে জিল্লুর নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। পরে কাজী অফিসে নেওয়ার কথা বলে ওই তরুণীর মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী নিজেই ঈশ্বরদী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি ক্যাম্পের একটি দল পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে জিল্লুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫