চমক দেখাচ্ছে ঝিনাইদহ সাইবার সেল

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
ঝিনাইদহ সাইবার সেলের সেবা

ঝিনাইদহ সাইবার সেলের সেবা © টিডিসি ফটো

চুরি যাওয়া মোবাইল উদ্ধার, প্রতারণা দমন ও সাইবার বুলিং প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে ঝিনাইদহ সাইবার সেল। ‘সাইবার অপরাধ দমন দায়িত্ব নয়, অঙ্গীকার’  এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত লড়ছে অদৃশ্য এক ডিজিটাল যুদ্ধে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার অপরাধীরা যেভাবে নতুন নতুন কৌশল নিচ্ছে, ঠিক সেভাবেই দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে তারা।

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবছর হারানো/চুরি যাওয়া ১২১টি মোবাইল উদ্ধার করে ভিকটিমদের হাতে ফেরত দেওয়া হয়েছে। ৫৯ জন ভিকটিমকে মানসিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। সাইবার বিপদ থেকে ৬ জন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করেছে। প্রতারকদের হাত থেকে ৯৩ হাজার ২২০ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে তারা।

সাইবার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, ‘তারা প্রতিদিনই সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। তরুণ সমাজ ও নারীরা যাতে সাইবার বুলিং বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও তারা বিশেষভাবে কাজ করছে।‘

এক কর্মকর্তা বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রতিদিনের যুদ্ধ। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাইবার অপরাধীরা মনে রাখুক— ঝিনাইদহ সাইবার সেলের চোখ সবসময় তাদের ওপর রয়েছে।

 

 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫