সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

২২ অক্টোবর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১০:৩৪ AM
আ স ম ফিরোজের স্ত্রী দেলোয়ারা সুলতানা ও পুত্র রায়হান

আ স ম ফিরোজের স্ত্রী দেলোয়ারা সুলতানা ও পুত্র রায়হান © টিডিসি ফটো

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও পুত্র রায়হান সাকিবের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দুদকের অনুমোদনক্রমে দুদক পটুয়াখালী জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেছেন পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক (ডিডি) তানভীর আহমেদ।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে রায়হান সাকিব কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। ফিরোজ পত্নী দেলোয়ারা সুলতানাও প্রকাশ্য আওয়ামী রাজনীতিতে জড়িত ছিলেন।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, আ স ম ফিরোজ সহ অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়মের অভিযোগে পৃথক তিন মামলা করা হয়েছে। মামলার প্রাথমিক অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে পৃথক মামলাগুলো রুজু করা হয়।

মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে পটুয়াখালী  দুদকের উপপরিচালক (ডিডি) তানভীর আহমেদ  জানান, অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রাথমিক তদন্তে দেখা যায়— অভিযুক্তরা তাদের আয়-ব্যয়ের তথ্য গোপন করেছেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন। তদন্ত শেষে আদালতের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫