১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ AM
জব্দকৃত ১০৫ কেজি গাঁজা

জব্দকৃত ১০৫ কেজি গাঁজা © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মো. আসাদুল ইসলাম ভূঁইয়া ওরফে বাদল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায়। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভ্যানের ভেতরে গাঁজা লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো আটটি বস্তায় মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসাদুল ইসলাম ভূঁইয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ড ভ্যানসহ তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫