ফের মেয়ে সন্তান হওয়ায় খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ PM
গ্রেপ্তার শারমিন খাতুন ও পুলিশ সদস্যের হাতে নবজাতকের মরদেহ

গ্রেপ্তার শারমিন খাতুন ও পুলিশ সদস্যের হাতে নবজাতকের মরদেহ © টিডিসি

সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের মেয়েশিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দুই মেয়ের পর ফের মেয়েসন্তান জন্ম নেওয়ায় ওই শিশুকে খালের পানিতে ফেলে হত্যা করা হয়েছে। মৃত শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শারমিন খাতুন রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় এসে মেয়েকে নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। বিকেলে শিশুটিকে নিয়ে তার স্ত্রী শারমিন ঘুমাচ্ছিলেন, পরে জেগে উঠে দেখেন সন্তানটি নেই। ব্রাহিম খলিলের বক্তব্য অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, আগের দুই কন্যা সন্তানের পর ফের মেয়ে জন্ম নেওয়ায় ক্ষোভের বশে নবজাতকটিকে বাড়ির পাশের খালে ফেলে দেন।

পরে শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপানার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার শারমিন খাতুনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫