ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নেন পর্ন তারকা যুগল

২০ অক্টোবর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ PM
পর্ন তারকা যুগল

পর্ন তারকা যুগল © সংগৃহীত

আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা সেই তারকা দম্পতি বৃষ্টি ও আজিমকে গ্রেপ্তার করেছে সিআইডি। ফল ব্যবসায়ী সেজে বান্দরবানে ভাড়া বাসায় অবস্থান করছিলেন এ যুগল। 

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার দুইজন চট্টগ্রামের আনোয়ারার বরুম ছড়া এলাকার বাসিন্দা।

ওই বাড়ির ম্যানেজার জানান, গত ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুইজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু রাখা হয়। 

তিনি আরও বলেন, কোথাও গেলে বা তারা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পড়ে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

এরআগে গত ১৭ অক্টোবর দ্য ডিসেন্টের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনের পর আলোচনায় আসে এ যুগল। প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এ খাতে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫