সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি: গ্রেফতার ২

০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৫ AM
আটককৃত মো. বাবু ও সাহা

আটককৃত মো. বাবু ও সাহা © টিডিসি ফটো

সিরাজগঞ্জ জেলার অন্তর্গত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গত ৩ অক্টোবর রাতে একটি সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়, যেখানে একটি প্রাইভেট কার থামিয়ে রাস্তা দখল করে ডাকাতির ঘটনা ঘটানো হয়। মঙ্গলবার রাতে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২ (সদর কোম্পানি)।  

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকাত দলটি ১৪–১৫ জন সদস্য নিয়ে কাজ করছিল এবং দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে গাড়ির চালক ও যাত্রীদের ওপর হামলা চালায় ও মারধর করে। পরবর্তীতে গাড়িতে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্য তৈরি করে।

এই ঘটনার পর ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং ১)।  অভিযোগের ভিত্তিতে পৃথক অভিযানে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে দুই জন সন্দেহভাজন — মো. বাবু (৩৪) ও সাহাকে (২৯) গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন :  কক্সবাজারে ইয়াবা গডফাদার মনির গ্রেপ্তার

র‍্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া বাবুর বিরুদ্ধে ইতিমধ্যে ১৫টি মামলা রয়েছে এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। 

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫