খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা, জনজীবন স্থবির

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ PM
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান © টিডিসি ফোটো

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল দেখা যায়নি। সীমিত আকারে প্রয়োজনীয় কাজে বের হলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের শাপলা চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, টহলে আছে বিজিবি।

গতকাল শনিবার ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালীন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে ধারা উপেক্ষা করে পাহাড়ি-বাঙালি দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে শনিবার রাতভর বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি হয় জেলার সর্বত্র।

সংঘর্ষের সূত্রপাত হয় এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। কয়েক ঘণ্টা পরই চয়ন শীল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ছয় দিনের রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, ধর্ষণ ঘটনার প্রতিবাদে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে একাধিকবার বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫