বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ AM
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ সংলগ্ন ভিআইপি সড়ক এলাকার একটি বাসা থেকে রোমান মৃধা (২২) নামের এক পাইলিং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রোমানের বাবার নাম নুরুল হক মৃধা। তাদের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামে।

পুলিশ ও সহকর্মী শ্রমিকরা জানায়, রোমানসহ আটজন শ্রমিক ভিআইপি সড়কের পাশে একটি ভাড়া বাসায় থেকে পাইলিংয়ের কাজ করতেন। শুক্রবার রাতের খাবারের জন্য সবাই বাসা থেকে বের হন। পরে খাবার শেষে রোমান একাই চাবি নিয়ে বাসায় ফেরেন। অন্য শ্রমিকরা সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া পায়না। জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রোমান আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ জানালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: মনোনয়নপত্র সংগ্রহ ৪২৯ জনের—ভিপিতে লড়তে চান ২৫ জন, জিএসে ২২

এক শ্রমিক জানান, রোমান প্রায়ই কাজের ফাঁকে ফোনে কথা বলতেন। বৃহস্পতিবার রাত আড়াইটার পর্যন্তও তিনি ফোনে কথা বলেছেন। কার সাথে কথা বলতেন তা কাউকে জানাতেন না। সহকর্মীদের ধারণা, ঘনিষ্ঠ কারো সঙ্গে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।  

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫