সিটিটিসির অভিযানে সাইবার প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ ৬ লাখ টাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ PM
সাইবার প্রতারণা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার

সাইবার প্রতারণা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার © টিডিসি ফটো

রাজধানীর মগবাজারে সাইবার প্রতারণা মামলার এক অভিযুক্তকে গ্রপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রপ্তারকৃত ব্যক্তির নাম মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকার ১৯, সেলিনা পারভীন রোড থেকে তাকে গ্রপ্তারর করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আব্দুল হাই (৫১) একজন ব্যবসায়ী। ২০২৩ সালের ২ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি একটি অচেনা নম্বর থেকে ফোন পান। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে হাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইস্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড আপগ্রেড করার কথা বলেন।

আরও পড়ুন: এনসিপি-গণ অধিকার একীভূত হওয়ার গুঞ্জন, যা বলছেন নেতারা

প্রতারকের ফাঁদে পড়ে হাই তার কার্ডের যাবতীয় তথ্য এবং পরে মোবাইলে পাঠানো ওটিপি (পিনকোড) শেয়ার করেন। এরপর প্রতারক প্রথমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি কার্ড থেকে প্রতিটি ৫০ হাজার টাকার দুটি লেনদেনের মাধ্যমে মোট ১ লাখ টাকা, এবং পরে ইস্টার্ণ ব্যাংকের কার্ড থেকে ১০টি ট্রানজেকশনের মাধ্যমে ৫ লাখ টাকা, সর্বমোট ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার ঘটনায় পরদিন, ৩ অক্টোবর ২০২৩, ভুক্তভোগী পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পরে সিটিটিসির সাইবার ইউনিটের ওপর অর্পণ করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্তকারীরা নুর উদ্দিনকে শনাক্ত করে গ্রপ্তার করে।

সিটিটিসি জানায়, গ্রপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, এবং এ ধরনের প্রতারণা চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫