বিএনপি কর্মীর ওপর যুবদল নেতাদের হামলা, থানায় অভিযোগ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ PM
আব্দুস সামাদ

আব্দুস সামাদ © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বিএনপির এক কর্মীর উপর স্থানীয় যুবদল নেতাদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই কর্মীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টার দিকে শ্রীপুরের মাওনায় বিএনপির এক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে শহিদুল ইসলাম নামের ওই কর্মী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে পিরুজালী সড়কঘাটের মণ্ডলবাড়ী রোড এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর, বিএনপি নেতা খলিলুর রহমান ও মো. রফিকসহ অজ্ঞাত আরও ৫-৬ জন তার উপর হামলা চালান।
 
এসময় তারা শহিদুল ইসলামের উপর এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা শহিদুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।
 
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫