স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে প্রতিবেশী আটক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ AM
ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বীরেল চাকমা

ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বীরেল চাকমা © টিডিসি

কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজার মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর শরীরে রক্তমাখা অবস্থায় পালানোর সময় ঘাতক বীরেল চাকমাকে (৫৪) আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া তিনি মদ্যপ থাকায় প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা শিকার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত ও ঘাতক দুই পরিবার পাশাপাশি বসবাস করতেন। ঘটনার পর রঞ্জন চাকমার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতককে আটক করে থানায় রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘাতক বীরেল চাকমা ঘটনার সময় মদ্যপ ছিলেন। এছাড়া নিহতের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চাকমা নারী আমাদের পাশে ভাড়া থাকেন। হঠাৎ তার চিৎকার শুনে বাইরে এসে দেখি তিনি প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় আছেন এবং তার স্বামীর লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

পুলিশ জানায়, কিছুদিন আগে নিহত রঞ্জন চাকমা ও ঘাতক বীরেল চাকমা রাঙ্গামাটি থেকে পরিবারসহ কক্সবাজারে আসেন। তারা উভয়েই স্থানীয় একটি সুপারী বাগানে মজুর হিসেবে কাজ করতেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫