যশোরে ৩৬ স্বর্ণের বারসহ আটক ৩

২৮ আগস্ট ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:০৫ PM
জব্দ করা স্বর্ণের বার

জব্দ করা স্বর্ণের বার © টিডিসি

যশোরে পৃথক দুটি অভিযানে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন ৪৯ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযানের তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), ঝিকরগাছার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় কোদালিয়া বাজার এবং সকাল ৯টা ৩০ মিনিটে তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় আটক ব্যক্তিদের ম্যানিব্যাগ ও কোমরে লুকানো অবস্থায় ৩৬টি স্বর্ণবার, ৫টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণ ও জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, অস্ত্র, মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। আটক স্বর্ণ যথাযথ আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫